ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

ঝিনাইদহে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে মহেশপুর উপজেলার ভাষনপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নুর ইসলাম ভাষনপোতা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক পাশাপাশি গরু পালন করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। এ সময় আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই লোকজন তাকে উদ্ধার করেন এবং দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম জানান, নুর ইসলাম খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

ঝিনাইদহে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে মহেশপুর উপজেলার ভাষনপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নুর ইসলাম ভাষনপোতা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক পাশাপাশি গরু পালন করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। এ সময় আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই লোকজন তাকে উদ্ধার করেন এবং দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম জানান, নুর ইসলাম খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবুজদেশ/এসএএস