ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এরশাদ আলী।

শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩০), রমজান আলী (৩৫), উজ্জ্বল হোসেনের স্ত্রী লাকী খাতুন (২৫) ও এরশাদ আলীর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (৫০)। আহতরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত উজ্জ্বল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইনাল হোসেনের সাথে দলীয় বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা করে। এ সময় তারা আমাকেসহ ৪ জনকে কুপিয়ে জখম করে। এরমধ্যে আমার মা ও স্ত্রী রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, তিনি সৌদি প্রবাসী। তিনমাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। তারা হামলা চালিয়ে ঘর থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন তিনি ফের সৌদি ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের মাথায় আঘাত পেয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় তারা অভিযোগ দিতে এসেছিলেন। তাদেরকে আগে চিকিৎসা নিয়ে অভিযোগ দিতে বলেছেন। এ ব্যাপারে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

কালীগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

Update Time : ০৬:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এরশাদ আলী।

শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩০), রমজান আলী (৩৫), উজ্জ্বল হোসেনের স্ত্রী লাকী খাতুন (২৫) ও এরশাদ আলীর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (৫০)। আহতরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত উজ্জ্বল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইনাল হোসেনের সাথে দলীয় বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা করে। এ সময় তারা আমাকেসহ ৪ জনকে কুপিয়ে জখম করে। এরমধ্যে আমার মা ও স্ত্রী রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, তিনি সৌদি প্রবাসী। তিনমাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। তারা হামলা চালিয়ে ঘর থেকে নগদ অর্থ ও প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন তিনি ফের সৌদি ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, একই পরিবারের জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের মাথায় আঘাত পেয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় তারা অভিযোগ দিতে এসেছিলেন। তাদেরকে আগে চিকিৎসা নিয়ে অভিযোগ দিতে বলেছেন। এ ব্যাপারে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস