ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ফেলে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকা থেকে বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাটিলা বিওপি’র সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার-৫১/৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল চালক লিটন মিয়া (২১) (পিচ্চি লিটন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি।

পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, এখনো অস্ত্র, গুলি ও মোটরসাইকেল থানায় পৌছায়নি। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল হাতে পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

গোপালগঞ্জে নাহিদদের ওপর হামলার নির্দেশদাতা ‘ডেভিল রানী’ হাসিনা: সোহেল তাজ

ঝিনাইদহ সীমান্তে ফেলে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার

Update Time : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকা থেকে বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাটিলা বিওপি’র সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার-৫১/৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল চালক লিটন মিয়া (২১) (পিচ্চি লিটন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি।

পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, এখনো অস্ত্র, গুলি ও মোটরসাইকেল থানায় পৌছায়নি। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল হাতে পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসএএস