ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কনের পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে।

 

কু‌ষ্টিয়ার খোকসায় বি‌য়ের আগের রাতে ক‌নের প‌রিবার‌কে অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট ক‌রে নি‌য়ে গে‌ছে ডাকাত দল।

শ‌নিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার‌ দি‌কে উপ‌জেলার জা‌নিপুর ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মে বিধান রা‌য়ের বা‌ড়ি‌তে এই ঘটনা ঘ‌টে‌।

বা‌ড়ির মা‌লি‌কের দা‌বি, নগদ টাকাসহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,আজ র‌বিবার ছিল বিধান রা‌য়ের‌ মে‌য়ের বি‌য়ের মূল আনুষ্ঠা‌নিকতা। এ উপল‌ক্ষে প্রস্তু‌তি চল‌ছিল। গতকাল শ‌নিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ১০ থে‌কে ১২ জন মু‌খোশধারী বা‌ড়ি‌তে ঢু‌কে প‌রিবা‌রের সকল‌কে অ‌স্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে। এরপর তারা বি‌য়ে‌তে আসা আত্মীয়স্বজন‌দের স্বর্ণালংকার ও নগদ টাকা নি‌য়ে চ‌লে যায়।

বিধান রায়ের ভাষ্যমতে, বা‌ড়ির সবাই ঘু‌মি‌য়ে পড়‌লেও তি‌নি বাইরেই ছি‌লেন। এ সময় হঠাৎ বিদ‌্যুৎ বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। কিছু বু‌ঝে ওঠার আগেই অন্ধকা‌রে অজ্ঞাত মু‌খোশধারীরা বা‌ড়ি‌তে ঢু‌কে অস্ত্রের মু‌খে প্রথ‌মে তা‌কে জিম্মি ক‌রে। এরপর প‌রিবা‌রের অন‌্যান‌্যদের অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে বি‌য়ে‌তে আসা আত্মীয়‌দের কাছ থে‌কে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার,৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা নি‌য়ে যায়।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানা পুলিশ সজাগ র‌য়ে‌ছে।

সবুজদেশ/এসইউ

কনের পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট

Update Time : ০৯:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

 

কু‌ষ্টিয়ার খোকসায় বি‌য়ের আগের রাতে ক‌নের প‌রিবার‌কে অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট ক‌রে নি‌য়ে গে‌ছে ডাকাত দল।

শ‌নিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার‌ দি‌কে উপ‌জেলার জা‌নিপুর ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মে বিধান রা‌য়ের বা‌ড়ি‌তে এই ঘটনা ঘ‌টে‌।

বা‌ড়ির মা‌লি‌কের দা‌বি, নগদ টাকাসহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,আজ র‌বিবার ছিল বিধান রা‌য়ের‌ মে‌য়ের বি‌য়ের মূল আনুষ্ঠা‌নিকতা। এ উপল‌ক্ষে প্রস্তু‌তি চল‌ছিল। গতকাল শ‌নিবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ১০ থে‌কে ১২ জন মু‌খোশধারী বা‌ড়ি‌তে ঢু‌কে প‌রিবা‌রের সকল‌কে অ‌স্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে। এরপর তারা বি‌য়ে‌তে আসা আত্মীয়স্বজন‌দের স্বর্ণালংকার ও নগদ টাকা নি‌য়ে চ‌লে যায়।

বিধান রায়ের ভাষ্যমতে, বা‌ড়ির সবাই ঘু‌মি‌য়ে পড়‌লেও তি‌নি বাইরেই ছি‌লেন। এ সময় হঠাৎ বিদ‌্যুৎ বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। কিছু বু‌ঝে ওঠার আগেই অন্ধকা‌রে অজ্ঞাত মু‌খোশধারীরা বা‌ড়ি‌তে ঢু‌কে অস্ত্রের মু‌খে প্রথ‌মে তা‌কে জিম্মি ক‌রে। এরপর প‌রিবা‌রের অন‌্যান‌্যদের অস্ত্রের মু‌খে জি‌ম্মি ক‌রে বি‌য়ে‌তে আসা আত্মীয়‌দের কাছ থে‌কে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার,৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা নি‌য়ে যায়।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানা পুলিশ সজাগ র‌য়ে‌ছে।

সবুজদেশ/এসইউ