ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষ

 

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সকল কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

তবে ঝিনাইদহ জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরায়রা ও সদস্য সচিব সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণ মিটিং চলাকালীন সময় বাপ্পি গ্রুপ এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫/২০ জন সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর থানার তদন্ত ওসি সাজ্জাদুর রহমান সাজু জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। কোট চাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস মহেশপুর পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এসএএস

Tag :

মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষ

Update Time : ১০:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সকল কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

তবে ঝিনাইদহ জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরায়রা ও সদস্য সচিব সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণ মিটিং চলাকালীন সময় বাপ্পি গ্রুপ এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫/২০ জন সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর থানার তদন্ত ওসি সাজ্জাদুর রহমান সাজু জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। কোট চাঁদপুর সার্কেল মুন্না বিশ্বাস মহেশপুর পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এসএএস