ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রবাসী বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে ছেলের বিয়ে

 

ঝিনাইদহের মহেশপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত উৎসুক মানুষ।

ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামে। শুক্রবার জুমার নামাজের পর বরযাত্রা শুরু করেন সৌদি প্রবাসী বিল্লাল খানের ছেলে শাকিব খান। তাঁর বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের সঙ্গে।

শাকিবের পরিবারের সদস্যরা জানান, শাকিবের বাবা বিল্লাল খানের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তাঁর ছেলে যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়। বাবার সেই ইচ্ছাকে সম্মান জানাতে মাত্র ১০ কিলোমিটার দূরের পথ পাড়ি দিতে হেলিকপ্টারে চড়ার সিদ্ধান্ত নেন শাকিব।

শুক্রবার দুপুরে স্থানীয় একটি স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণ করে। শব্দ শুনে মুহূর্তেই সেখানে ভিড় জমান এলাকার শত শত মানুষ। কিছুক্ষণ পর বর শাকিব খান গাড়িতে করে মাঠে আসেন। সেখান থেকে বর ও তাঁর কয়েকজন স্বজন হেলিকপ্টারে ওঠেন এবং কনের বাড়ির উদ্দেশে উড়াল দেন।

বিয়ের অনুষ্ঠানস্থলে উপস্থিত কনে আসমা খাতুন বলেন, ‘স্বামী হেলিকপ্টারে করে এসেছে— এটা আমার কাছে অনেক বড় আনন্দের ব্যাপার। জীবনের শুরুটা এভাবে হবে ভাবিনি।’

বর শাকিব খান বলেন, ‘বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বিয়েতে হেলিকপ্টার ব্যবহার হবে। আজ তাঁর সেই ইচ্ছা পূরণ করলাম। এতে পরিবারের সবাই খুশি।’

ব্যতিক্রমী এই আয়োজন দেখতে কয়া, গাড়াপোতা ও আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। কেউ প্রথমবারের মতো হেলিকপ্টার দেখেছেন, কেউ আবার শুধু এই বিয়ে দেখার জন্যই ছুটে এসেছেন। মোবাইল ফোনে ছবি তোলা ও ভিডিও করার হিড়িক পড়ে যায় সবার মধ্যে।

স্থানীয় কয়েকজন বলেন, গ্রামে আগে কখনো হেলিকপ্টার নামেনি। এমন ব্যতিক্রমী বিয়েতে সবাই খুব আনন্দ পেয়েছেন। শিশুরা তো রীতিমতো উচ্ছ্বসিত।

জানা গেছে, বরযাত্রার জন্য মাত্র তিন ঘণ্টার জন্য একটি বেসরকারি হেলিকপ্টার ভাড়া করা হয়। এতে খরচ হয়েছে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা।

সবুজদেশ/রাসেল/এসএএস

Tag :

ঝিনাইদহে প্রবাসী বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে ছেলের বিয়ে

Update Time : ০১:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত উৎসুক মানুষ।

ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামে। শুক্রবার জুমার নামাজের পর বরযাত্রা শুরু করেন সৌদি প্রবাসী বিল্লাল খানের ছেলে শাকিব খান। তাঁর বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের সঙ্গে।

শাকিবের পরিবারের সদস্যরা জানান, শাকিবের বাবা বিল্লাল খানের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তাঁর ছেলে যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়। বাবার সেই ইচ্ছাকে সম্মান জানাতে মাত্র ১০ কিলোমিটার দূরের পথ পাড়ি দিতে হেলিকপ্টারে চড়ার সিদ্ধান্ত নেন শাকিব।

শুক্রবার দুপুরে স্থানীয় একটি স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণ করে। শব্দ শুনে মুহূর্তেই সেখানে ভিড় জমান এলাকার শত শত মানুষ। কিছুক্ষণ পর বর শাকিব খান গাড়িতে করে মাঠে আসেন। সেখান থেকে বর ও তাঁর কয়েকজন স্বজন হেলিকপ্টারে ওঠেন এবং কনের বাড়ির উদ্দেশে উড়াল দেন।

বিয়ের অনুষ্ঠানস্থলে উপস্থিত কনে আসমা খাতুন বলেন, ‘স্বামী হেলিকপ্টারে করে এসেছে— এটা আমার কাছে অনেক বড় আনন্দের ব্যাপার। জীবনের শুরুটা এভাবে হবে ভাবিনি।’

বর শাকিব খান বলেন, ‘বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বিয়েতে হেলিকপ্টার ব্যবহার হবে। আজ তাঁর সেই ইচ্ছা পূরণ করলাম। এতে পরিবারের সবাই খুশি।’

ব্যতিক্রমী এই আয়োজন দেখতে কয়া, গাড়াপোতা ও আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। কেউ প্রথমবারের মতো হেলিকপ্টার দেখেছেন, কেউ আবার শুধু এই বিয়ে দেখার জন্যই ছুটে এসেছেন। মোবাইল ফোনে ছবি তোলা ও ভিডিও করার হিড়িক পড়ে যায় সবার মধ্যে।

স্থানীয় কয়েকজন বলেন, গ্রামে আগে কখনো হেলিকপ্টার নামেনি। এমন ব্যতিক্রমী বিয়েতে সবাই খুব আনন্দ পেয়েছেন। শিশুরা তো রীতিমতো উচ্ছ্বসিত।

জানা গেছে, বরযাত্রার জন্য মাত্র তিন ঘণ্টার জন্য একটি বেসরকারি হেলিকপ্টার ভাড়া করা হয়। এতে খরচ হয়েছে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা।

সবুজদেশ/রাসেল/এসএএস