ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

 

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরু আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম পারভেজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টায় লিপ্ত তাদের উদ্দেশ্য সফল হবে না। শেখ হাসিনাও একদলীয় শাসন কায়েম করতে গিয়ে সফল হয়নি ষড়যন্ত্রকারীরাও সফল হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

ট্রাইব্যুনালে হাসিনাসহ চারজনের ফাঁসি চাইলেন চিকিৎসক

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

Update Time : ০৬:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরু আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম পারভেজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টায় লিপ্ত তাদের উদ্দেশ্য সফল হবে না। শেখ হাসিনাও একদলীয় শাসন কায়েম করতে গিয়ে সফল হয়নি ষড়যন্ত্রকারীরাও সফল হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে।

সবুজদেশ/এসএএস