দেশের জনগণের আমিষের চাহিদা মেটাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীর কালীবাড়ী ঘাট ও চাপালী কুঠিপাড়া ঘাটে ২ মণ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহেদ আলী লস্কর, জাবেদ আলী, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক নাজমুল কবির রিপন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম আহবায়ক ফজলুল রহমান, আব্দুল করিম, মুরাদ হোসেন টিটন সহ অন্যান্যরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, প্রত্যেক নদী থেকে বাঁধ অপসারণ করতে হবে। এছাড়া অবৈধ কারেন্ট, চায়না দুয়াড়ী জাল বাজার থেকে অপসারণ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা।
সবুজদেশ/এসএএস