অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ জনকে ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে ঝিনাইদহের মহেশপুরের দুটি সীমান্ত যথাক্রমে মাটিলা ও বাঘাডাংগা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তার মাধ্যমে নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ নারী এবং বাঘাডাংগা সীমান্তে একজন পুরুষ ও দুই নারী মোট ৫জনকে হস্তান্তার করে ভারতীয় বিএসএফ।
তিনি আরো জানান, এরা অবৈধভাবে ভারতে বসবাসরত। ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর বিএসএফ আমাদেরকে খবর নিশ্চিত করে। তারই সূত্র ধরে আমরা যাচাই বাচাই পূর্বক তাদের নাগরিকত্বে ব্যাপারে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বুঝে নেওয়া হয়।
উল্লেখিত ব্যক্তিদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট এবং মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসএএস