ঝিনাইদহের মহেশপুরের পাওয়ারটিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অরণ্য নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
অরণ্য (১৯) তালসার গ্রামের হাসান আজগরের ছেলে। সে পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, অরণ্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় মহেশপুর পদ্মপুকুর ডিগ্রি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এরপর কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবুজদেশ/এসএএস