ঝিনাইদহের শৈলকূপায় অবৈধ মজুদ ও বেশি দামে সার বিক্রি করায অপরাধে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
মোবাইল কোর্ট সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে লাঙ্গলবাঁধ বাজারে মেসার্স আলামিন ট্রেডার্স ও খান ট্রেডার্স নামের দুটি সার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ সার মজুদ রাখার জন্য আলামিন ট্রেডার্সের মালিক মজিদ মন্ডলকে কে ৫০ হাজার ও খান ট্রেডার্সের মালিক মিনারুল খানকে ১০ হাজার টাকা জরিমানা কর হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এধরনের অভিযোগ যাদের বিরুদ্ধেই পাওয়া যাবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, যারা এখনও শুধরে যাননি তাদেরকে সঠিক নিয়মে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।
এসময় শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।