বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। জেলা শহরের আরাপপুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ডাক্তার আসিফ হোসেন অতনু। এসময় পৌর এলাকার আরাপপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মানুষের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানবতা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত এক হাজার মানুষকে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হবে বলেও জানান বক্তারা।
সবুজদেশ/এসএএস