ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে।

 

যশোরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে চলবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

Update Time : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

 

যশোরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে চলবে।

সবুজদেশ/এসইউ