ঝিনাইদহের শৈলকুপায় মশিউর রহমান রজু মিয়া (৮১) নামে এক বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকালে উপজেলার চড়িয়ারবিল সতেরো মাইল নামক স্থান থেকে মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। রজু মিয়া গত বৃহস্পতিবার বাড়ী থেকে বের হন তারপর আজ তার লাশ উদ্ধার হয়।
মশিউর রহমান রজু মিয়া (৮১) একই উপজেলার পদমদী গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় রজু মিয়া প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বৃহস্পতিবার থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শনিবার একটি পুকুরে ভেসে উঠা অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী।
শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত পুুকুর থেকে তার লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে তার হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার কোন অভিযোগ করা হয়নি । তবে শুনেছি সে মানষিক ভারসাম্যহীন ছিল।
সবুজদেশ/এসএএস