ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালিয়ে থাকা সাবেক এমপির ছেলে সীমান্তে আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে।

 

খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের ছেলে দ্বীপ্ত মন্ডল (৩২) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর তিনি দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে আটক হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দ্বীপ্ত মন্ডল দাকোপ থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

২০২৪ সালের ২৬ নভেম্বর ওই থানায় দায়ের করা মামলায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাকে খুলনার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দ্বীপ্ত ভারতে পালিয়ে ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময় নাশকতা মামলায় নাম আসার পরপরই তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সর্বশেষ তিনি দেশে ফেরার চেষ্টা করলে ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন।

সবুজদেশ/এসএএস

Tag :

ভারতে পালিয়ে থাকা সাবেক এমপির ছেলে সীমান্তে আটক

Update Time : ০৭:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

 

খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের ছেলে দ্বীপ্ত মন্ডল (৩২) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর তিনি দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে আটক হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দ্বীপ্ত মন্ডল দাকোপ থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

২০২৪ সালের ২৬ নভেম্বর ওই থানায় দায়ের করা মামলায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাকে খুলনার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দ্বীপ্ত ভারতে পালিয়ে ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময় নাশকতা মামলায় নাম আসার পরপরই তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সর্বশেষ তিনি দেশে ফেরার চেষ্টা করলে ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন।

সবুজদেশ/এসএএস