ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খাওয়া সেই জামায়াত নেতার ফেসবুক লাইভ

ছবি: বিল্লাল হোসেনের ফেসবুক লাইভ থেকে নেওয়া।

 

এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খাওয়ার পর ফেসবুক লাইভে এসেছেন সেই যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন। সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল সাজিয়ে-গুজিয়ে একটি নিউজ করেছে। এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ধরার পর মারধর করেছে এমন কথা লিখেছে। আপনারা দেখতে পারবেন সেই নিউজে কত সুন্দর করে মিথ্যাচার করেছে। যার কোন ভিত্তি নেই। যার সাথে আমার কিঞ্চিৎ পরিমাণ সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘কোন প্রবাসীর স্ত্রী নিউজে সেটি উল্লেখ করেনি। যে কয়টা সাংবাদিক এবং যে কয়টা নিউজ পেপার তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো। তাদের বিরুদ্ধে আইনের যে যে ব্যবস্থাগুলো আছে সেগুলো নিবেন বলে ফেসবুক লাইভে জানান।’

তবে এ ঘটনা জানতে মঙ্গলবার দুপুরে কমলাপুর গ্রামে গেলে ঘটনার সত্যতা মিলে। ওই নারীর পরিবারের সদস্যদের বক্তব্য ও গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করা ঘটনার সকল প্রমাণাদি সবুজদেশ নিউজের কাছে সংরক্ষিত আছে। তবে সবুজদেশ নিউজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানতে গেলে অভিযুক্ত বিল্লাল হোসেনের ভাই হাসান তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন।

যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনকে ধরে ফেলা ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভাবির ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। এ সময় টের পেয়ে তাকে ধরে ফেলা হয়। পরে পা জড়িয়ে ধরে মাফ চাই সে। বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দ জেনে গেছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর গ্রামের এক যুবক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। গত শনিবার রাতে ওই মহিলার ঘরে প্রবেশ করে বিল্লাল। এ সময় তাকে ধরে ফেলেন তারা। পরে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

(নারী ঘটিত ও ধর্ষনের ঘটনায় কোন ভিকটিমের নাম-পরিচয় প্রকাশ করা হয় না। তবে সকল প্রমাণাদি সংরক্ষীত আছে)

আরো পড়ুন- কালীগঞ্জে যুব জামায়াত নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, অতঃপর…

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খাওয়া সেই জামায়াত নেতার ফেসবুক লাইভ

Update Time : ০৬:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

এবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খাওয়ার পর ফেসবুক লাইভে এসেছেন সেই যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন। সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল সাজিয়ে-গুজিয়ে একটি নিউজ করেছে। এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ধরার পর মারধর করেছে এমন কথা লিখেছে। আপনারা দেখতে পারবেন সেই নিউজে কত সুন্দর করে মিথ্যাচার করেছে। যার কোন ভিত্তি নেই। যার সাথে আমার কিঞ্চিৎ পরিমাণ সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘কোন প্রবাসীর স্ত্রী নিউজে সেটি উল্লেখ করেনি। যে কয়টা সাংবাদিক এবং যে কয়টা নিউজ পেপার তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো। তাদের বিরুদ্ধে আইনের যে যে ব্যবস্থাগুলো আছে সেগুলো নিবেন বলে ফেসবুক লাইভে জানান।’

তবে এ ঘটনা জানতে মঙ্গলবার দুপুরে কমলাপুর গ্রামে গেলে ঘটনার সত্যতা মিলে। ওই নারীর পরিবারের সদস্যদের বক্তব্য ও গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করা ঘটনার সকল প্রমাণাদি সবুজদেশ নিউজের কাছে সংরক্ষিত আছে। তবে সবুজদেশ নিউজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানতে গেলে অভিযুক্ত বিল্লাল হোসেনের ভাই হাসান তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন।

যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনকে ধরে ফেলা ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভাবির ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। এ সময় টের পেয়ে তাকে ধরে ফেলা হয়। পরে পা জড়িয়ে ধরে মাফ চাই সে। বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দ জেনে গেছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর গ্রামের এক যুবক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। গত শনিবার রাতে ওই মহিলার ঘরে প্রবেশ করে বিল্লাল। এ সময় তাকে ধরে ফেলেন তারা। পরে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

(নারী ঘটিত ও ধর্ষনের ঘটনায় কোন ভিকটিমের নাম-পরিচয় প্রকাশ করা হয় না। তবে সকল প্রমাণাদি সংরক্ষীত আছে)

আরো পড়ুন- কালীগঞ্জে যুব জামায়াত নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, অতঃপর…

সবুজদেশ/এসএএস