অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করায় ঝিনাইদহের মহেশপুরে রাজধানী বেকারি অ্যান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকায় ওই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে মহেশপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের আদালত পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহেশপুরের রাজধানী বেকারি অ্যান্ড ফুড নামের বেকারিতে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্যপণ্য জব্দ করা হয়। এ ছাড়া ওই বেকারি থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো সম্বলিত খাদ্যপণ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, রাজধানী বেকারি এন্ড ফুড দীর্ঘদিন ধরে মেয়াদের তালিকাবিহীন খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবুজদেশ/এসএএস