ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কৃষকের স্বার্থে সারের বাজার স্থিতিশীল রাখতে সারের কৃত্রিম সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন এবং পৌরসভার সাবেক কমিশনার শরাফৎ হোসেন পুটকে, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ সার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং কৃষকদের স্বার্থে সকল দলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে সার সংকট নিরসন হবে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এই কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। ড্রাগন সহ অন্যান্য ফসলে বেশি করে সার ব্যবহার করার কারণেই এই সংকটা দৃশ্যমান হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। যথাযথ সমন্বয়ের মাধ্যমে খুব শিগগিরই সার সংকট নিরসন হবে আশা করছেন তিনি।
সবুজদেশ/এসএএস