ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে।

 

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়।

পর্তুগালও রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এক্সে এক বার্তায় বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার ঘোষণা করেছেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।

কার্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে লিখেছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারির প্রস্তাব দিচ্ছে।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’কে স্বীকৃতি দিয়েছে।

এ স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য এবং তাদের দশকব্যাপী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার জন্য এক মাইলফলক, যেখানে সবচেয়ে শক্তিশালী পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে এসেছে, এটি কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনাভিত্তিক শান্তি চুক্তির অংশ হিসেবেই হওয়া উচিত।

সবুজদেশ/এসএএস

Tag :

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

Update Time : ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

 

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়।

পর্তুগালও রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এক্সে এক বার্তায় বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার ঘোষণা করেছেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।

কার্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে লিখেছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারির প্রস্তাব দিচ্ছে।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’কে স্বীকৃতি দিয়েছে।

এ স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য এবং তাদের দশকব্যাপী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার জন্য এক মাইলফলক, যেখানে সবচেয়ে শক্তিশালী পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে এসেছে, এটি কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনাভিত্তিক শান্তি চুক্তির অংশ হিসেবেই হওয়া উচিত।

সবুজদেশ/এসএএস