ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে বিষধর সাপের দংশনের শিকার হন ওই শিশু।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতের স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে পারিবারিক ভাবে মরদেহের দাফন সম্পন্ন হবে।
সবুজদেশ/এসএএস