ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে প্রেসক্লাব চৌগাছার সংবর্ধনা

 

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে যশোরের চৌগাছা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে যশোরের চৌগাছার নবনির্মিত প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের আইয়ুব ভূঁইয়া বলেন, ক্ষমতাচ্যুত হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছে। গণমাধ্যমকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে বিদেশিদের দেখানো হয়েছে, এখানে হাজারেরও বেশি গণমাধ্যম রয়েছে। অথচ প্রকৃত সাংবাদিকতাকে গত ১৬ বছর জাদুঘরে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, এ সময়ে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেননি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কলেই নিউজ ব্রেক করা হতো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। দলীয় স্বার্থে পরিচালিত সাংবাদিকতা দেশ ও জাতির উপকারে আসে না।” একইসাথে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে সাংবাদিকদের দলীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকতা করতে হবে দেশ ও জাতির কল্যাণে। বিশেষ করে অর্থনৈতিক গুরুত্ব বহনকারী সংবাদ বেশি করে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফরম অব বাংলাদেশের সভাপতি মীর আব্দুল আলিম এবং যশোর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম।

জহুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “চৌগাছার সাংবাদিকরা অন্যান্য জায়গার তুলনায় স্বচ্ছ ও দায়িত্বশীল। মানুষের মনের চাহিদা পূরণে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছেন। গণমানুষের কথা তুলে ধরার জন্য সাংবাদিকতা নিঃসন্দেহে মহৎ পেশা। এ পেশায় নিষ্ঠা, সাহস ও সত্যনিষ্ঠাই বড় শক্তি।” তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশ নয়, এটি সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। স্থানীয় সাংবাদিকরা নিরপেক্ষ থেকে মানুষের দুঃখ-দুর্দশা ও উন্নয়নের চিত্র তুলে ধরছেন, যা চৌগাছার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ এবং প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, এম এ রহিম, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সাংবাদিক আজিজুর রহমান, আব্দুল কাদের, আব্দুল মালেক, প্রভাষক আজিজুর রহমান, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যামল দত্ত, মাও. আব্দুল কাদের, আবু হানিফ, আজম আশরাফুল, ফয়সাল হোসেন, আলমগীর কামাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান চৌগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সবুজদেশ/এসএএস

Tag :

জাতীয় প্রেসক্লাবের সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে প্রেসক্লাব চৌগাছার সংবর্ধনা

Update Time : ০৮:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

 

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে যশোরের চৌগাছা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে যশোরের চৌগাছার নবনির্মিত প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের আইয়ুব ভূঁইয়া বলেন, ক্ষমতাচ্যুত হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছে। গণমাধ্যমকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে বিদেশিদের দেখানো হয়েছে, এখানে হাজারেরও বেশি গণমাধ্যম রয়েছে। অথচ প্রকৃত সাংবাদিকতাকে গত ১৬ বছর জাদুঘরে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, এ সময়ে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেননি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কলেই নিউজ ব্রেক করা হতো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। দলীয় স্বার্থে পরিচালিত সাংবাদিকতা দেশ ও জাতির উপকারে আসে না।” একইসাথে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে সাংবাদিকদের দলীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকতা করতে হবে দেশ ও জাতির কল্যাণে। বিশেষ করে অর্থনৈতিক গুরুত্ব বহনকারী সংবাদ বেশি করে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফরম অব বাংলাদেশের সভাপতি মীর আব্দুল আলিম এবং যশোর-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম।

জহুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “চৌগাছার সাংবাদিকরা অন্যান্য জায়গার তুলনায় স্বচ্ছ ও দায়িত্বশীল। মানুষের মনের চাহিদা পূরণে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছেন। গণমানুষের কথা তুলে ধরার জন্য সাংবাদিকতা নিঃসন্দেহে মহৎ পেশা। এ পেশায় নিষ্ঠা, সাহস ও সত্যনিষ্ঠাই বড় শক্তি।” তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশ নয়, এটি সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। স্থানীয় সাংবাদিকরা নিরপেক্ষ থেকে মানুষের দুঃখ-দুর্দশা ও উন্নয়নের চিত্র তুলে ধরছেন, যা চৌগাছার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ এবং প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, এম এ রহিম, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সাংবাদিক আজিজুর রহমান, আব্দুল কাদের, আব্দুল মালেক, প্রভাষক আজিজুর রহমান, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যামল দত্ত, মাও. আব্দুল কাদের, আবু হানিফ, আজম আশরাফুল, ফয়সাল হোসেন, আলমগীর কামাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান চৌগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সবুজদেশ/এসএএস