ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

খুলনায় লিটন খান নামে এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়ার বাঁশতলা মোড়ের বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। চারদিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লিটন খানের স্ত্রী বাইরে যান। এ সময় বাড়িতে লিটন, তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না প্যাঁচানো দেখতে পান তিনি। পাশে রক্তমাখা বটি পড়ে ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করেন। ছেলে নেশাগ্রস্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে লিটনের স্ত্রী বাইরে গেলে সুযোগটি কাজে লাগান ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা বটি দিয়ে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর থেকেই তারা পলাতক।

ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সবুজদেশ/এসএএস

Tag :

গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

Update Time : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

 

খুলনায় লিটন খান নামে এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা বসুপাড়ার বাঁশতলা মোড়ের বরকতিয়া মসজিদ এলাকার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। চারদিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লিটন খানের স্ত্রী বাইরে যান। এ সময় বাড়িতে লিটন, তার ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও পুত্রবধূ চাঁদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না প্যাঁচানো দেখতে পান তিনি। পাশে রক্তমাখা বটি পড়ে ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করেন। ছেলে নেশাগ্রস্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে লিটনের স্ত্রী বাইরে গেলে সুযোগটি কাজে লাগান ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা বটি দিয়ে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর থেকেই তারা পলাতক।

ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সবুজদেশ/এসএএস