ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে।

 

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের হাড়িখালী এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “হায়াত উদ্দিন মারা গেছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে কারা এবং কী কারণে হত্যা করেছে, সেই বিষয়ে এখনো জানা যায়নি।’’

সবুজদেশ/এসএএস

 

Tag :

বাগেরহাটে ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

Update Time : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

 

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের হাড়িখালী এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “হায়াত উদ্দিন মারা গেছেন। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে কারা এবং কী কারণে হত্যা করেছে, সেই বিষয়ে এখনো জানা যায়নি।’’

সবুজদেশ/এসএএস