ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সোয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটক সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও নিহত জসিমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসএএস

Tag :

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

Update Time : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সোয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটক সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা ও নিহত জসিমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসএএস