ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, বিএম মোজাম্মেল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্য পেয়ে ঢাকা নিকেতনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নিজ এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেফতার

Update Time : ০৬:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, বিএম মোজাম্মেল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্য পেয়ে ঢাকা নিকেতনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নিজ এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি এম মোজাম্মেল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

সবুজদেশ/এসএএস