মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার জাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরা থেকে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে যশোর-মাগুরা মহাসড়কের জাগলা ভাবনাটির ঢাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে বাসটিকে ধাক্কা দেয়।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
মাগুরার রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর যান চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে। আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, আর কয়েকজন এখনও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সবুজদেশ/এসএএস