জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানবিক ও সামাজিক কাজে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সবসময় পাশে পাবেন। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো প্রত্যেককে তার সৎকর্ম ও অপকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি অন্যায় করা হবে না ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
বুধবার (৮ই সেপ্টাম্বর) সকালে রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়া জামে মসজিদের সামনের রাস্তা এবং বিশ্বাসপাড়ার মাঠের শ্মশান সংলগ্ন রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়
তিনি আরো বলেন, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে কোটচাঁদপুর মহেশপুরের উন্নয়নের রোল মডেল ঘোষণা করা হবে। কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি মাস্তানি চলবেনা। যার যতটুকু প্রাপ্য তার ততটুকু সম্মান বুঝিয়ে দেওয়া হবে। যেকোন চাকরির ক্ষেত্রে কোন নিয়োগ বাণিজ্য হবে না। যোগ্যতা অনুসারে তার প্রাপ্য সে বুঝে পাবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলুহর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ওয়ার্ডের সভাপতি সেলিম উদ্দিন, বলুহর ওয়ার্ডের সেক্রেটারি মুসা করিমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এলাকাবাসী জানায়, জামায়াতে ইসলামী রাস্তা মেরামতের এই উদ্যোগে নেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে এবং জামায়াত ইসলামী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবুজদেশ/এসএএস