ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে।

 

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় তার ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করতে যাচ্ছিলেন সবুজ খান। পথিমধ্যে ৬-৭ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করে।

সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা সবুজ খানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সকাল ১১টার দিকে সবুজ খানকে মৃত ঘোষণা করেন।

সবুজ খানের মেয়ে জামাই মোহাম্মদ বাবু বলেন, “স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। আজ সকালে আমার শ্বশুর বাজারে যাচ্ছিলেন। বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয় তারা। ৬-৭ জন তাকে কুপিয়ে হত্যা করে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।”

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Update Time : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

 

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় তার ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করতে যাচ্ছিলেন সবুজ খান। পথিমধ্যে ৬-৭ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করে।

সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা সবুজ খানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সকাল ১১টার দিকে সবুজ খানকে মৃত ঘোষণা করেন।

সবুজ খানের মেয়ে জামাই মোহাম্মদ বাবু বলেন, “স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। আজ সকালে আমার শ্বশুর বাজারে যাচ্ছিলেন। বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয় তারা। ৬-৭ জন তাকে কুপিয়ে হত্যা করে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।”

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

সবুজদেশ/এসএএস