ঝিনাইদহের কোটচাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ (২৫) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রলি চালক রাশেদ রাজাপুর গ্রামের মৃত শেখ আয়াতুল্লাহর ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে রাশেদ তার এক চাচার বাড়িতে ধানের বিচালি রেখে ফিরছিলেন। পথিমধ্যে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছে সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে রাশেদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
সবুজদেশ/এসএএস