ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালন মেলায় মাদক কারবারিদের মারধরে সাংবাদিক আহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে।

 

কুষ্টিয়ায় লালন মেলায় এক সাংবাদিককে মারধর করেছে মাদক কারবারিরা। আহত রাজু আহমেদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে মারধর করা হয়। আহত রাজু অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত রাজু আহমেদ বলেন, ‘‘লালন মেলায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন আমার ওপর হামলা করে এবং মারধর করে আহত করেছে।’’ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, ‘‘রাজু লালন মেলার সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় মাদক সিন্ডিকেটের লোকজন তার ওপর হামলা করে এবং মারধর করে আহত করেছে।’’ তারাও এর প্রতিবাদ জানান।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘‘যারা রাজুকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের এনে শাস্তি দিতে হবে।’’

রাজুকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘‘মারধরে রাজু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

লালন মেলায় মাদক কারবারিদের মারধরে সাংবাদিক আহত

Update Time : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

 

কুষ্টিয়ায় লালন মেলায় এক সাংবাদিককে মারধর করেছে মাদক কারবারিরা। আহত রাজু আহমেদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে মারধর করা হয়। আহত রাজু অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত রাজু আহমেদ বলেন, ‘‘লালন মেলায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন আমার ওপর হামলা করে এবং মারধর করে আহত করেছে।’’ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, ‘‘রাজু লালন মেলার সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় মাদক সিন্ডিকেটের লোকজন তার ওপর হামলা করে এবং মারধর করে আহত করেছে।’’ তারাও এর প্রতিবাদ জানান।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘‘যারা রাজুকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের এনে শাস্তি দিতে হবে।’’

রাজুকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘‘মারধরে রাজু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

সবুজদেশ/এসএএস