ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহরিয়ার তার মায়ের সাথে সম্প্রতি নানি বাড়ি হরিনাকুন্ডুতে বেড়াতে আসে। আজ সকালের দিকে বাড়ির পাশের পুকুরের ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
এমন সময় অন্যরা তাকে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয় দেয়। এরপর থাকে মৃত অবস্থায় স্বজন উদ্ধার করে।
এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন হরিনাকুন্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার।
সবুজদেশ/এসএএস