ঝিনাইদহের কালীগঞ্জে গুজব প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পৌর অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়ালের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, পৌর যুবদলের আহবায়ক শাহাজাহান আলী খোকন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
সবুজদেশ/এসএএস