ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইজিবাইকে বাসের ধাক্কা, গৃহবধূ নিহত

 

ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন (৪৯) হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরো দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

সবুজদেশ/এসএএস

Tag :

ঝিনাইদহে ইজিবাইকে বাসের ধাক্কা, গৃহবধূ নিহত

Update Time : ০৬:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

 

ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন (৪৯) হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরো দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

সবুজদেশ/এসএএস