ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে করে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়র সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার দুই ঘন্টা পার হলেও ঘটনা স্থলে আসেনি পুলিশ। বিক্ষুব্ধ জনতা ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলছে।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 


















