ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গেলে ৪ সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা

 

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা চালিয়েছে ৩ যুবক। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিন যুবক হলেন- পাতিবিলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সেলিম হোসেন ও মামুন হোসেন এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন।

জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে পাতিবিলা এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর হতাহতের ঘটনা ঘটে। এই খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় ৪ সংবাদকর্মী। তারা হলেন- নাগরিক টিভির মিশন আলী, সবুজদেশ নিউজের রিওন হোসেন, জিটিভির ক্যামেরা পারসন রিয়াজ হোসেন ও উচ্চকণ্ঠের ইয়াসির আরাফাত। এ সময় সড়কের উপর বালির স্তুপ রাখার ভিডিও ধারণ করে সংবাদকর্মীরা। পরে স্থানীয় যুবক মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি সংবাদকর্মীদের কার্ড দেখতে চান। এছাড়াও সেলিম ও সজিব সংবাদকর্মীদের মারতে উদ্যত হন। এ সময় তারা ভিডিও করতে বাঁধা দেয়।

স্থানীয়রা জানান, সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টায় অভিযুক্তরা বালি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা সড়কের উপর বালি রাখার ঘটনা আড়াল করতে এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত সেলিম, মামুন ও সজিব এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

ওই চার সংবাদকর্মীরা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সড়কের উপর বালি রেখে ব্যবসা করেন পাতিবিলা এলাকার কয়েকজন। এই ভিডিও ধারণ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও মারতে উদ্যত হন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তারা।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

কালীগঞ্জে দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গেলে ৪ সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা

Update Time : ১০:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা চালিয়েছে ৩ যুবক। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিন যুবক হলেন- পাতিবিলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সেলিম হোসেন ও মামুন হোসেন এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন।

জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে পাতিবিলা এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর হতাহতের ঘটনা ঘটে। এই খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় ৪ সংবাদকর্মী। তারা হলেন- নাগরিক টিভির মিশন আলী, সবুজদেশ নিউজের রিওন হোসেন, জিটিভির ক্যামেরা পারসন রিয়াজ হোসেন ও উচ্চকণ্ঠের ইয়াসির আরাফাত। এ সময় সড়কের উপর বালির স্তুপ রাখার ভিডিও ধারণ করে সংবাদকর্মীরা। পরে স্থানীয় যুবক মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি সংবাদকর্মীদের কার্ড দেখতে চান। এছাড়াও সেলিম ও সজিব সংবাদকর্মীদের মারতে উদ্যত হন। এ সময় তারা ভিডিও করতে বাঁধা দেয়।

স্থানীয়রা জানান, সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টায় অভিযুক্তরা বালি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা সড়কের উপর বালি রাখার ঘটনা আড়াল করতে এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত সেলিম, মামুন ও সজিব এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

ওই চার সংবাদকর্মীরা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সড়কের উপর বালি রেখে ব্যবসা করেন পাতিবিলা এলাকার কয়েকজন। এই ভিডিও ধারণ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও মারতে উদ্যত হন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তারা।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস