নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি যশোরের ওসি মঞ্জুরুল হক ভুঞা।
এদিন বিকেলে যশোর শহরতলীর ধর্মতলায় ছাত্রলীগের ব্যানারে ১২-১৫ জন যুবক-তরুণ কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলে গ্রেপ্তার পাঁচজন ছিলেন বলে জানিয়েছেন ডিবি ওসি।
তিনি জানান, অন্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বজলু হাওলাদারের ছেলে রাজু রানা, মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া, শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার নিজাম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনি নদীর পাড় এলাকার বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন মঙ্গলবার জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সবুজদেশ/এসএএস
সবুজদেশ ডেস্ক: 





















