ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ

oplus_0

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিব এবং ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী এস এম মতিউর রহমান।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এস এম মুনতাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আজিজুল হক (অঞ্জু) বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করার ভিত্তি দলিল। তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ আজ সীমিত হয়ে পড়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণের মতামতকে গুরুত্ব না দেওয়ায় জাতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তারা আরও বলেন, এই সংকট উত্তরণে ৫-দফা দাবি বাস্তবায়ন অপরিহার্য। জনগণের সার্বভৌম মতামত প্রতিফলিত করতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। কোনো ধরনের দমন-পীড়ন, ভয়ভীতি ও রাজনৈতিক বাধা দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ঠেকানো যাবে না। জাতীয় সনদের প্রতিটি ধাপ বাস্তবায়ন হলে দেশে রাজনৈতিক শান্তি, ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপিত হবে।

বক্তারা আরো বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত। জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ গণতন্ত্রের সঠিক পথে ফিরে আসবে এবং জাতি সংকট থেকে বেরিয়ে আসবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

সবুজদেশ/এসএএস

Tag :

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ

Update Time : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিব এবং ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী এস এম মতিউর রহমান।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এস এম মুনতাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আজিজুল হক (অঞ্জু) বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করার ভিত্তি দলিল। তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ আজ সীমিত হয়ে পড়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণের মতামতকে গুরুত্ব না দেওয়ায় জাতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তারা আরও বলেন, এই সংকট উত্তরণে ৫-দফা দাবি বাস্তবায়ন অপরিহার্য। জনগণের সার্বভৌম মতামত প্রতিফলিত করতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। কোনো ধরনের দমন-পীড়ন, ভয়ভীতি ও রাজনৈতিক বাধা দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ঠেকানো যাবে না। জাতীয় সনদের প্রতিটি ধাপ বাস্তবায়ন হলে দেশে রাজনৈতিক শান্তি, ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপিত হবে।

বক্তারা আরো বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত। জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ গণতন্ত্রের সঠিক পথে ফিরে আসবে এবং জাতি সংকট থেকে বেরিয়ে আসবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

সবুজদেশ/এসএএস