ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ৪৫ বছরের কাছাকাছি বলে জানায় বারবাজার রেলওয়ে কর্তৃপক্ষ।
বারবাজার রেলওয়ে স্টেশন মাষ্টার সিদ্দিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ২.৩৮ মিনিটের দিকে বার বারবাজার রেলওয়ের সিগন্যালে পৌছালে ওই নারী দূর্ঘটনায় পতিত হন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি তিনি নিশ্চিত জানাতে পারেননি।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 





















