ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ভিপি মোস্তাকুর রহমান আবিদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ, ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুর রহিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মনির হোসেন ও মার্কেটিং বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।
ক্যারিয়ার গাইডলাইন সেশন পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলার সেক্রেটারি ওবাইদুর রহমান খান, সাবেক ছাত্রনেতা আব্দুল হক মোল্লা, ডাকসুর ফজলুল হক মুসলিম হলের ভিপি খোন্দকার আবু নাঈম, মাওলানা আবু তালিব ও জেলা সভাপতি মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আশার আলো শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের হাতে গেলাপফুল,কোরান শরিফ, ডায়েরি,বইসহ বিভিন্ন উপহার তুলে দেন তারা।
প্রধান অতিথি বলেন , একটি জাতির অগ্রগতির জন্য শক্তিশালী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ—তাই তাদের নৈতিকতা, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের আদর্শ পথের দিকনির্দেশনা দিয়ে থাকে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 




















