ঈদ যাত্রায় সড়কে যানজট নেই, আছে ধীরগতি: কাদের
ঢাকাঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় কোথাও কোনো যানজট নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে।
শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের যানবাহনের ধীরগতির কারণ হিসেবে মহাসড়কে উচ্চগতির পাশাপাশি ধীরগতির বাহন চলাচল এবং মহাসড়কে নিয়মিত চলাচল করে না—এমন গাড়িগুলোর রাস্তায় নামা ও দুর্ঘটনায় পড়াকে দায়ী করেন।
এ সময় তিনি গাড়ির ধীরগতির কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করেন।
এর আগে সেতুমন্ত্রী বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা সময়মতো বাস না ছাড়ার অভিযোগ করেন।
যাত্রীদের অভিযোগ শুনে পরে ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদে সড়ক, মহাসড়কের কোথাও যানজট নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে। যানবাহনগুলো ধীরগতিতে আসছে বলে সময় লাগছে। এটাই বাস্তবতা। এতে যাত্রীদের দুর্ভোগের কথা অস্বীকার করার কোনো উপায় নেই।’
তিনি বলেন, ‘ঈদে প্রচুর লোক বাড়ি যাচ্ছে। মহাসড়কগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পর্যবেক্ষণ সেল থেকে এ তথ্য জেনেছি। বেশি সমস্যা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোর ক্ষেত্রে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর ওপারে কড্ডা মোড় পর্যন্ত গাড়ি খুব ধীরগতিতে চলছে।’
ওবায়দুল কাদের আবারও দাবি করেন, ‘এবার সারা দেশে রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সব মেরামত করা হয়েছে।’