ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা
ঢাকাঃ
আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।
একই সঙ্গে বিলুপ্ত কমিটির ১২ নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার রাতে ছাত্রদলের কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে এ সিদ্ধান্ত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে। আর ছাত্রদলের ১২ নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।’
এবার কাউন্সিলরদের সরাসরি ভোটে শীর্ষ দুই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা আলোচনায় রয়েছেন, তারা হলেন- বিলুপ্ত কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম টিটু, সহ-তথ্যবিষয়ক সম্পাদক মামুন খান, বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ, সহ-অর্থবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, তানজিল হাসান, যুগ্ম-সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ইকবাল হোসেন শ্যামল, রিজভী আহমেদ প্রমুখ।
এর আগে গত ১৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের দিন ঘোষণা করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, ২০০০ সালের আগে যারা এসএসসি পাস করেছে, তারা কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না।
তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রদলের একাংশ বিদ্রোহ শুরু করেন। বাদ পড়া নেতারা বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে টানা বিক্ষোভ ও ভাংচুরের মতো ঘটনাও ঘটান। ফলে ১৫ জুলাই কাউন্সিল করতে ব্যর্থ হন দায়িত্বপ্রাপ্ত নেতারা।