ঈদের দিন বৃষ্টির আভাস
ঢাকাঃ
পবিত্র ঈদুল আজহা আগামীকাল সোমবার। আজ রোববার রাজধানী ঢাকার আকাশ এখনো মেঘমুক্ত। তবে ঈদের দিন ঈদের দিন বৃষ্টিপাতের আভাস দিয়েছ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আশরাফুল আলম সাংবাদিকদের জানান, সোমবার ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৩ ও ১৪ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।