আরও ১ মাস স্বপদে থাকছেন আছাদুজ্জামান মিয়া
ঢাকাঃ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার বয়স হিসেবে চাকরি জীবনের শেষ দিন মঙ্গলবার। তবে আপাতত তাকে স্বপদ থেকে বিদায় দেয়া হচ্ছে না। ডিএমপি কমিশনারের অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়।