ফিরতে পথে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে নেই কোনো বাধা
রাজবাড়ীঃ
যেখানে নদী পারের জন্য যে ঘাটে যাত্রী ও যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, সে ঘাট এখন ফাঁকা। কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি উঠে যাচ্ছে ফেরিতে যানবাহন। ফেরিগুলোও অপেক্ষা করছে যাত্রী ও যানবাহনের জন্য।
শুক্রবার সকালে এমনই চিত্র দেখা যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া ঘাট এলাকায়। শুধুমাত্র ফেরির টিকিট নিতে যতটুকু সময় অপেক্ষা।
বালিয়াকান্দির নারুয়া থেকে ছেড়ে আসা সুর্বণ বাসের যাত্রী সুমন আহমেদ জানান, ১২ মাসই যদি ঘাটের পরিস্থিতি এমন থাকতো তাহলে খুবই ভালো হতো। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা ভীষণ যন্ত্রণার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, সাধারনত সাপ্তাহিক ছুটির দিনে ঘাটে একটু যানজট থাকে। কিন্তু বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলার কারনে ঘাটে যানবাহনের কোন চাপ নেই। যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। তবে ঈদের কারনে আজ দুপুরের পর থেকে ঘাটে যানবাহনের চাপ বাড়তে পারে।