ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ স্বামী
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে ফিরোজা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধওে স্বামী আব্দুল কুদ্দুস (৫৫) শনিবার দিবাগত রাতে ফিরোজা খাতুনকে (৪০) নিজ বাড়ীতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমিয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে এলাকাবাসী ঘটনাস্থলে আসলে কুদ্দুস দৌঁড়ে পালিয়ে যায়।
মহেশপুর ভৈরবা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আকবর আলী জানান, আমরা পলাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।