স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠবার্ষিকীতে যশোরে খালেদা জিয়ার মুক্তি দাবি
যশোরঃ
যশোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের লালদিঘিপাড়স্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, , গুম-খুন, নির্যাতন-নীপিড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়োকে অবৈধভাবে জেলে আটকে রাখা হয়েছে। এ থেকে মুক্তি পেতে সবাইতে ঐক্য বদ্ধ হতে হবে।
নার্গিস বেগম আরও বলেন, সকল জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাসের চেতনা ধারণ করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের সূচনা করেছিলেন। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। প্রতিষ্ঠা করে ছিলেন বহু দলীয় গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসে খোকন, সদস্য আবদুষ সবুর মন্ডল, অধ্যাপক গেলাম মোস্তফা, আবদুষ সালাম আজাদ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।