ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

খুলনাঃ

ট্রেনে কাটা প‌ড়ে খুলনায় যুব‌কের মৃত‌্যু নিজস্ব প্রতি‌বেদক চলন্ত ট্রেনের নি‌চে প‌ড়ে নগরী‌তে যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে নগরী‌র দৌলতপুর স্টেশ‌নের কা‌ছে এ ঘটনা‌টি ঘ‌টে। মৃত ওই যুব‌কের নাম রু‌বেল। তি‌নি খা‌লিশপুর হাউ‌জিং এলাকার জ‌নৈক আকবর আলীর ছে‌লে।

স্থানীয়রা জানান, দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে রাজশাহী থে‌কে খুলনাগামী এক‌টি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস ক‌রছিল। ট্রেন আস‌তে দে‌খেও রু‌বেল রাস্তা পার হ‌তে যায়। এ সম‌য়ে ট্রেন‌টি তার শরী‌রের ওপর দি‌য়ে চ‌লে যায়। ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। সংবাদ পে‌য়ে রেলও‌য়ে পু‌লিশ রু‌বে‌লের দ্বিখ‌ন্ডিত লাশ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে।

রেলও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মোল্লা খ‌বির আহমেদ জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে তি‌নি ঘটনাস্থ‌লে পৌছান। লাশ ম‌র্গে পাঠা‌নোর ব‌্যবস্থা ক‌রেন। তার প‌রিচয় নি‌শ্চিত হ‌য়ে প‌রিবার‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।

Tag :

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Update Time : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

খুলনাঃ

ট্রেনে কাটা প‌ড়ে খুলনায় যুব‌কের মৃত‌্যু নিজস্ব প্রতি‌বেদক চলন্ত ট্রেনের নি‌চে প‌ড়ে নগরী‌তে যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে নগরী‌র দৌলতপুর স্টেশ‌নের কা‌ছে এ ঘটনা‌টি ঘ‌টে। মৃত ওই যুব‌কের নাম রু‌বেল। তি‌নি খা‌লিশপুর হাউ‌জিং এলাকার জ‌নৈক আকবর আলীর ছে‌লে।

স্থানীয়রা জানান, দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে রাজশাহী থে‌কে খুলনাগামী এক‌টি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস ক‌রছিল। ট্রেন আস‌তে দে‌খেও রু‌বেল রাস্তা পার হ‌তে যায়। এ সম‌য়ে ট্রেন‌টি তার শরী‌রের ওপর দি‌য়ে চ‌লে যায়। ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। সংবাদ পে‌য়ে রেলও‌য়ে পু‌লিশ রু‌বে‌লের দ্বিখ‌ন্ডিত লাশ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে।

রেলও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মোল্লা খ‌বির আহমেদ জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে তি‌নি ঘটনাস্থ‌লে পৌছান। লাশ ম‌র্গে পাঠা‌নোর ব‌্যবস্থা ক‌রেন। তার প‌রিচয় নি‌শ্চিত হ‌য়ে প‌রিবার‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।