ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। ছবি: সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে  পাঠানোর পরিকল্পনা করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ানের। 

ওয়াশিংটন পোস্টের দুজন প্রতিবেদকের লেখা একটি নতুন বইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। 

সোমবার আলোচিত ওই বইটি প্রকাশ হয়েছে।

‘নাইটমেয়ার সিনারিও: ইনসাইড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ নামক বইটি লিখেছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ইয়াসমিন আবুতালেব ও দামিয়ান পালেত্তা।

বইটিতে তারা আরও উল্লেখ করেন, গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে চায়, কোনো ধরনের ভাইরাস নয়। কারণ ট্রাম্প করোনাভাইরাসকে চায়না ভাইরাস মনে করতেন।

সবুজদেশ/এসইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here