ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হত্যায় দুই যুবক আটক

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আলোচিত মাদ্রাসা ছাত্র হত্যায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির হোসেন (১৯) ও একই এলাকার মিল্টন হোসেনের ছেলে হৃদয় হোসেন (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, খুনের সাথে জড়িত থাকায় হৃদয় ও সাব্বিরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব না। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক দুই যুবকের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র আলামিন হোসেন (১৩)। এরপর নিখোঁজের ৫ দিন পর গত ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি ৪তলা ভবনের পিছন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে আটক সাব্বির ও হৃদয়কে র‌্যাব এবং পিবিআই জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুনঃ- মাদ্রাসাছাত্র হত্যা: ছেলে কালীগঞ্জ আছে, কাল মেরে দিবো

About Author Information
আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
১৫০৬ Time View

কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হত্যায় দুই যুবক আটক

আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আলোচিত মাদ্রাসা ছাত্র হত্যায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির হোসেন (১৯) ও একই এলাকার মিল্টন হোসেনের ছেলে হৃদয় হোসেন (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, খুনের সাথে জড়িত থাকায় হৃদয় ও সাব্বিরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব না। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক দুই যুবকের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র আলামিন হোসেন (১৩)। এরপর নিখোঁজের ৫ দিন পর গত ৪ ডিসেম্বর আড়পাড়া এলাকার একটি ৪তলা ভবনের পিছন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে আটক সাব্বির ও হৃদয়কে র‌্যাব এবং পিবিআই জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুনঃ- মাদ্রাসাছাত্র হত্যা: ছেলে কালীগঞ্জ আছে, কাল মেরে দিবো