নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ দিন সকাল থেকে প্রথম রাউন্ডে ৮ টি দলের ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকালের খেলায় ২ নং জামাল ইউনিয়ন, ৩ নং কোলা ইউনিয়ন ও ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন এবং বিকালে ৯ নং বারবাজার ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করেন। এ টুনামেন্টে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ১২টি দল অংশগ্রহন করছে। রোববার খেলার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হইবে।

এ উপলক্ষে খেলার আগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন ও কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।

এরপর প্রধান অতিথি এমপি আনার মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষনার পর মাঠে উপস্থিত দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার মামুনুর রশিদ, সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি জামির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, আলাউদ্দীন আল আজাদ, নাছির উদ্দীন চৌধরী, নজরুল ইসলাম ঋতু ও মহিদুল ইসলাম মন্টু, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত ভট্রাচার্য, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওয়াসিমসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here